Sunday, December 29, 2013

RISHI026@GMAIL.COM


 চিরস্হায়ী নয়
....... লেখক : ঋষি

সময়ের সাথে সিমেন্টের ঘরবাড়ি
হৃদয় দিয়ে কংক্রিট আর কংক্রিট।
চোখ তুলে দেখি
শুন্য ঘরবাড়ি কংক্রিট আর কংক্রিট।
আরব্য কাব্যের শেষ পক্ষীরাজ উড়ে যায়
সমুদ্রের ওপাড়ে বালির ঘরে
গুড়িয়ে যায় স্বপ্নের ওপাড়ে।
সমস্ত অনুভূতির সস্তার মানে
পাতায় পাতায় কংক্রিট আর কংক্রিট।
কেটে  যায় হৃদয়ের ঘরে
ইঁদুর দৌড়ের এক একটা দিন।
যার মানে গুলো পরিষ্কার সময়ের সাথে
বয়স বাড়ে ,আবছা চোখ ,নুয়ে পড়া আলোয়
মানুষ গুলো সব কেঁচোর মতো চলে যায়।
কিন্তু কনক্রিটের ঘরবাড়ি থেকে যায়
কিন্তু কিছুই চিরস্হায়ী নয়।

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...