Monday, December 16, 2013

rishi026@gmail.com


সেদিন আর এদিন
লেখক : ঋষি

সেদিন বৃষ্টি এসেছিল তুমুল আকারে
দুকুল ছাপিয়ে নদীকূলে বিস্তীর্ণ জল থৈ থৈ।
কোনো কুল নেই, নেই কিনারা
দুচোখে আবছা পৃথিবীর আলোয়।
আমার শরীরে শীতল স্পর্শ
আমি কাঁদি নে সেদিন বিশ্বাস করো.
শুধু মনের প্রশ্নগুলো বাঁধ মানে নি
ভাসিয়ে দিয়েছিল হৃদয় দুকূল।

আজ বাতসে শুকনো টান
চামড়ায় খড়ি ওঠা  দাগ।
আজ আর বৃষ্টি হয়না বহুদিন দুচোখে
শুধু শুষ্ক মরুভূমি।
আর ফেলে থাকা সার সার কালি
দাগগুলো মোছা যায় নি।
রয়ে গেছে এককোনে অযত্নের ভাঁড়ার ঘরে
শুধু দেখা দেয় কারণ অকারণে।

No comments:

Post a Comment

সম্পর্ক

বারংবার যাওয়া-আসা থাকে যেখানে সেটা সম্পর্ক না , সম্পর্ক একটা চলতে থাকা প্রসেস ,একটা সিস্টেম  যেখানে আসার রাস্তা থাকে ,যাওয়ার থাকে না  যেখান...