Thursday, December 26, 2013

rishi026@gmail.com


....বাজলো টেলিফোন
লেখক : ঋষি

শতাব্দীর লক্ষ তার ছিঁড়ে হৃদয়ের
বাজলো টেলিফোন।
এ হাত ও হাতে ,সুতো জোড়া সম্পর্ক্য
সুক্ষ তার।
এ হাত ও হাতে
কয়েক লক্ষ বার বেজে গেল সে নিঝুম রাতে।
ছেঁড়া তার জোড়া যায় হৃদয়ের
বেজে যায় ,বেজে যায় ,বেজে যায়
বাজতেই থাকে ভাঙ্গা মুখ ,ভাঙ্গা সুর
সম্পর্ক্য দিনে রাতে।
কয়েক লক্ষ বার শুরুতো প্রথমই থাকে
তার পর শুধু বাজতেই থাকে।
ভাঙ্গা সুর দিনে রাতে
শেষ নেই সীমা নেই স্মৃতি তার বেয়ে
টেলিফোন আসতেই থাকে।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...