Saturday, December 21, 2013

RISHI026@GMAIL.COM


......... মৃত নদী
লেখক : ঋষি

কোনো মানে নেই যার
সেই ঝরে পরা সহস্র দিনলিপিতে ভিক্ষুকের পার্থনায়।
একঘেয়ে সুরতাল লেগে থাকা অন্ধত্বের কুম্ভে
উত্পন্ন নদীর গহীন গাঁথা
এক নদী আমি ।

এক অবুঝ সকালের মুখ ভার করা আলোয়
পরে থাকা নদীপারে চিরচরিত গতিশীল অস্তিত্ব।
যার পার ভাঙ্গে ,লেগে থাকে পাপ চলার পথে
যার রূপ বদলায় প্রতি ঋতুর ত্রস্ত আচরণে।

স্বপ্নের ঘোরে থাকা অলিক ম্যাজিকের কল্পনায়
অনিদ্রিত চোখের পাতায়
যে স্বপ্নের ভিড়।
তার কুল নেই ,নেই তীর
আছে এক পরিবাহিত মৃত চিন্হ
এক মৃত শুকনো নদী।

No comments:

Post a Comment

পঁচিশে বৈশাখ

যে শহরে তুমি নেই সেখানে তোমার  উদ্‌যাপন  হয় সকলে ছবি সাজায় , ধুপ জ্বালে, গলায় রজনীগন্ধা হারমোনিয়াম বাজে,স্যোসাল লাইভ,মঞ্চ গানে, গাঁথায় পঁচিশ...