Monday, June 1, 2020

ডিস্টেনসিং

 


ডিস্টেনসিং
... ঋষি 

ইদানীং সময়ের মুখোমুখি  বসলে 
চোখের সামনে ভেসে ওঠে মন্বন্তর আর দ্বিতীয় বিশ্বযুদ্ধের রঙ্গমঞ্চ ,
মানুষের রংচটা দরজা-জানালা বেলকনি-করিডোর পেরিয়ে 
 ত্রিশ টাকার বাস ভাড়া দিয়ে , স্যোশাল ডিস্টেনসিং পেরিয়ে 
আমি ঢুকে পড়ি নিজের ব্যক্তিগত স্যানাটাইজের কুড়ি সেকেন্ডে। 
.
মনে পরে না  লেলিন-মার্কস-গয়েবরাকে
আর ইচ্ছে করে না চিৎকার করতে ‘বিপ্লব বিপ্লব’ স্লোগানে ,
টিভির খবরের পর্দায় আর চোখ রাখতে ইচ্ছে করে না 
কারণ খিদের পৃথিবীতে শুধু এখন বাঁচতে চাওয়া। 
কোনো রোমান্টিসিসোম নয় 
শুধু ভয় 
কারণ  বাঁচার ডিকশনারি আজ ডিস্টেনসিং এ । 
.
আমি এখন  প্রেমিক কিংবা কবি কোনোটাই  না 
বরং সময়ের স্বার্থপর নাগরিক।
এখন  আমি আর রাষ্ট্রের  কথা ভাবছি না 
ভাবছি না মানুষের কথা 
এখন শুধু অন্যের মতো স্বার্থপর হয়ে ভাবছি সংসারের কথা 
ভাবছি আমার সাত বছরের সন্তানের কথা।  
এখন আর কিছু সবুজ নেই 
এখন সব নির্ভরশীল 
মানুষ ,প্রকৃতি ,সময় আজ শুধু বোতল বন্দী নিয়ম ,
নিয়ম আর নিয়ম 
আর আমরা সেই নিয়মের মাঝে অনুচ্চারিত ভয়। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...