Thursday, June 25, 2020

সম্পর্ক

সম্পর্ক 
.... ঋষি 

একবার ভেবেছিস কখনো 
সমুদ্রের গভীরে লুকোনো শব্দরা চিরকাল গম্ভীর কেন ?
আমার আস্পর্ধাকে সময় চঞ্চলতা বলে 
আমি জীবনের পাতায় পাতায় মৃত্যু  লিখি রোজ প্রতি রাতে ,
পাথরের অভিমান 
সে কি ধ্বংসস্তূপে সাজানো অবিরত ক্ষত। 
.
চলন্তিকা হাজারো সভ্যতার ভিড়ে 
আজকাল মানুষের চাওয়া পাওয়াগুলো বড়ো বেশি আমি কেন্দ্রিক ,
সকলে সমুদ্র  দেখে
বোঝে না সমুদ্রের গভীরে আকুল আস্ফালন। 
শান্তিতে বেঁচে থাকা আসলে সময়ের সমুদ্রে গড়িয়ে আসা জল 
পায়ের কাছে। 
.
চলন্তিকা একবার ভেবেছিস কখনো 
তোর চলে যাওয়া ,তোর ফিরে আসা ,তোর গভীরে বাসা 
এই সমস্ত সমর্থনে 
চিরকাল জীবন যেন সামুদ্রিক চঞ্চলতা। 
কত সহজে তুই বলে  দিতে পারিস সমুদ্র নিষ্ঠুর 
কত সহজে  তুই বলতে পারিস সমুদ্র স্বার্থপর 
অথচ একবার কখনো ভাবিস নি 
সমুদ্র কত একা 
সমুদ্র কত দরিদ্র 
সমুদ্র কত গভীর।   
.
তুই সর্বদা সমুদ্রের দিকে চেয়ে বলেছিস গভীরে যাও ,আরো গভীরে 
আর আমি অভিমানে কখনো বলি নি 
সমুদ্র আর পাথরের সম্পর্ক। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...