Friday, June 5, 2020

ট্রেজেডি



ট্রেজেডি 
... ঋষি 

যোগ  ,বিয়োগ ,গান্ধীজি ,ট্রাজেডি 
সব জুড়ে কি দাঁড়াচ্ছে বুঝতে পারছি না ,
বাড়ির পাশের নারকেল গাছটা ঝুঁকে পড়েছে তোমার দিকে 
তুমুল ঝড়ে সব কটা ডালপালা ভেঙে গেছে। 
এত জোর 
সময়ের দুর্বলতার আগে মানুষ জীবটা মিথোজীবী। 
.
গান্ধীমূর্তিটা তৈরী হয়েছে এই রাষ্ট্রে কোথাও দাঁড়াবে বলে 
সবরমতি আশ্রম ,গঙ্গার ঘাট ,মহারাষ্ট্রের গান্ধী মার্কেট ,
দেশ সংশয়ে 
কোথায় দাঁড় করাবে মূর্তিটা ? 
মহান গান্ধীজী   ভাবছেন আমার কি  দাঁড়াবার  জমি টুকু নেই এই ভরতবর্ষে
না হিংসা নয় ,ত্যাগ   
গঙ্গার ঘাট ধরে গান্ধীজী   হেঁটে যাচ্ছেন জমির খোঁজে  
নিজের জমি। 
.
যোগ ,বিয়োগ ,ত্রিভুজ ,বৃত্ত আর সরলরেখা 
আমার  যোগটাই ভালো লাগে 
ভালো লাগে বৃত্ত ধরে তোমার চারপাশে সরতে ,
সেকেন্ড ,মুহূর্ত ,ঘন্টা। 
ঘড়ির কাঁটা ,পুরোনো ঘড়ি ,বালি ঘড়ি ,ক্রমশ হুড়মুড় করে 
ভেঙে পড়া নারকেল গাছটা তুমুল ঝড়ে ,
জানি শিকড় সরে না 
জানি আরো গভীরে যাওয়া আটকাতে পারে না তুমুল ঝড় 
তবুও গাছ ভাঙে। 
লেগে থাকে মাটি ছুঁয়ে শিকড়ের বাঁচা 
কিংবা বাঁচতে চাওয়া ,
ট্রেজেডি এটা সালোকসংশ্লেষে যুক্তি তৈরী হয় না 
তৈরী হয় জীবন। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...