Wednesday, June 24, 2020

একটি ছেলের তিনটি প্রথম এবং সমাপ্তি




একটি ছেলের তিনটি প্রথম এবং সমাপ্তি 
.. ঋষি 
.
১)অনুসন্ধান :
.
কবে পাবো বলুন তো 
যার সঙ্গে কফিশপে শক্তি চট্টোপাধ্যায় কিংবা ঋত্বিক আলোচনা করবো 
আলোচনা করবো কবিতার জন্মে প্রেম। 
তারপর পরীক্ষা 
তারপর কৃষ্ণের মতো বাঁশি বাজিয়ে আরাধনা করবো 
অমর সভ্যতা। 
.
২)প্রথম চুমু 
.
তুমি যখন সাথে থাকবে না তখনও আমার সিগারেট পোড়া ঠোঁটে আগুন 
আর তুমি যখন সাথে থাকবে তখন কোনো ফ্রেঞ্চ কিসে 
আমি পৃথিবীর মাঝে একলা হয়ে যাবে 
সাথে থাকবে কবিতা ,আবৃত্তি ,সৃষ্টি আর অনুগল্প 
তারপর না হয় আর কবিতা লিখবো না। 
.
৩)প্রথম রাত্রি 
.
আঙুলের স্পর্শে খুলে যাবে অন্তর্বাস 
সব সত্যি যন্ত্রনা হয়ে জড়িয়ে ধরবে আদিম ঈশ্বর 
পূর্ণচাঁদে তখন কোনো চন্দ্রবিন্দু থাকবে না 
নগ্নতা সত্যি 
তবে আরো সত্যি ঈশ্বরের অধিকারে তোমাকে স্পর্শ। 
.
৪) এবং সমাপ্তি 
.
কি হলো বোলো তো কবি ? 
আমি আকাশের দিকে তাকিয়ে চলন্তিকা আমার বুকে মুখ ঘষছে।  
আসলে তোমাকে বলা চলন্তিকা 
ছেলেরা ফ্যান্টাসি চায় কিন্তু সত্যি কজন প্রেম চায় বলোতো ?
প্লিস কামড়িও  না এমন করে 
লাগছে তো
আচ্ছা আর লিখবো না বাবা। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...