Tuesday, June 2, 2020

সানি লিওনি আর ভারতবর্ষ




সানি লিওনি আর ভারতবর্ষ
.... ঋষি
 
সানি লিওনি চেনো তো ভারতবর্ষ
সদ্য ফ্লাইট থেকে নেমে মোবাইলের পর্দায় শরীর খুলে দাঁড়ালো সে, 
ভুখা ভারতবাসী তাকিয়ে আছে তার স্তনের দিকে।
সেই স্তন যেখানে আজ অবধি ঠোঁট রাখে নি কোন দরিদ্র ভারতবাসী
সেই স্তন যেখানে আজ অবধি ঠোঁট রাখে নি কোন শিশু
শুধু দুমড়ে মুচড়ে কিছু কামুক দাত চিনহ রেখে গেছে
আর রেখে গেছে শারীরিক বিজ্ঞাপন মানুষের কামুক ভাবনার।
.
সানি লিওনি শরীর প্রদর্শন করছে
প্রথমে নাভি,তার পর জংঘা,তারপর যোনি
ভুখা ভারত বাসী লাইন দিয়ে দাঁড়িয়ে হাততালি দিচ্ছে। 
রাত্রে মদের ঘোরে কোন রিক্সাওয়ালা শহরের কোন বস্তিতে 
বাংলা নেশায় মত্ত হয়ে
পিশে চলেছে তার লোকের বাড়ি কাজ করা ক্লান্ত বউ কে তুমুল বিক্রমে
দু চড় মেরে সে বউয়ের মুখে ঠেসে দিচ্ছে রুগ্ন ভারতর্ষ। 
.
সানি লিওনি বিজ্ঞাপনি প্রচারে কোলে তুলে নিতে চাইছে ফুটপাথের আগামী ভারতবর্ষ
বাচ্চাটা চিৎকার করে কাঁদছে,
চারিদিকে পুলিশ ব্যারিকেড ভারতবর্ষ সানি লিওনিকে ছুঁতে চাইছে,
বাচ্চাটা মনে হয় বুঝে গেছে সানি লিওনির স্তনকে
আর মনকে।
ঠিক এই সময় ক্লাস এইটের এক ছাত্র বাথরুমে ভুগোল খুলে বসেছে
ঠিক এই সময়ে কলেজের এই ছাত্রী অন্য এক ছাত্রিকে জড়িয়ে চুমু খাচ্ছে
হাত বোলাচ্ছে একে অপরের গোপনাঙ্গ এ স্যানি লিওনির মতো।
.

এই ভাবে ভারতর্ষের তিন কাল জাগছে
সানি লিওনি হাসছে 
খুব হাসছে,
কারন ভুখা ভারতবাসী জানে না খালি পেটে অর্গানিজম
শুধু মাত্র জনসংখ্যা বাড়ায়,
বাড়ায় ধর্ষন। 
কিন্তু সানি লিওনি মনে মনে জানে তার শরীরে লুকোনো ক্ষতের মানে
তার আসল পরিচয়, 
অথচ ভারতবাসী চিরকাল যৌনাঙ্গ আর যৌন ফ্যান্টাসিতে মত্ত 
বড় অদ্ভুত তাই না  ।

  
 
  
  
 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...