Monday, June 29, 2020

গ্যালিলিও

গ্যালিলিও
... ঋষি 
গোল বাটিতে পৃথিবী ঘুমিয়ে
সীমান্তে বাড়তে থাকা সংলাপ মাঝে মাঝে হিস মাষ্টার ভয়েস।
বণ্যতা খুলছে 
কালো প্লাস্টিকে মোড়া ডেডবডিগুলো
প্রাদেশিক ভারতবর্ষে গর্জে ওঠা গাজর, বীটের মতো স্বাধীনতা,
প্রাম্ভিক ইতিহাস লেখা হয়ে গেছে আমাদের প্রথম লকডাউনে। 
.
চিরসিন্ধুর ওপাড়ে
গ্যালিলিও ধর্মের কোট গায়ে দিয়ে মিথ্যে বলছে বাধ্য হয়েছেন, 
বাঁচতে তো সকলেই চায়। 
কে কার পিছনে ঘুরছে, কে কার চারপাশে 
সত্যি বদলায় নি কোনদিন 
অথচ সত্যিকে মুখবেঁধে গাধার পিঠে চড়িয়ে ছেড়ে দেওয়া হয়েছে
উপেন্দ্রকিশোরের  গল্পের পাতা জুড়ে। 
.
গোল বাটিতে পৃথিবী ঘুমিয়ে
দুর থেকে দেখলে একবাটি মাংস,
নিরামিষ মানুষের সংগ্রামে নিহত ভারতবর্ষ
অথচ আমরা আমিষ খুঁজছি সারা পৃথিবী জুড়ে। 
ধর্মে পাপ ছিল না কোনদিন
পাপ ছিল মৃত মানুষগুলোর চুরি যাওয়া হৃদয়,টয়লেট আর হজমের থলিতে,
সত্যি বলতে কি, পাপ আছে এই সময়ের মানুষের কেঁচোর জীবনে
আর প্রতিদিনকার বাড়তে থাকা না বলা মৃত্যুর সংখ্যায়। 
আমাকে প্রশ্ন করো না চলন্তিকা এই সব রাষ্ট্র চুরি 
কিংবা ভারতবর্ষ নিয়ে
বলো না কবি তুমি কি কিছুই করতে পারো না ? 
আমি বলবো আমি চেষ্টা করতে পারি কলমের আগায় জাগরণ লিখতে
কিন্তু মিথ্যে ধর্ম লিখতে গিয়ে আমি গ্যালিলিও হতে পারবো না। 


 
 
 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...