Sunday, June 21, 2020

জবাব চাই




জবাব চাই 
.... ঋষি
 
সমস্ত ধ্বংসের উপর ঈশ্বর সাক্ষী আছেন
সীমান্ত ছুঁয়ে দিপাক্ষিক খবর বুলেটের সাজে ঢুকে যায় ভারতবাসীর বুকে,
প্রশ্ন খুঁজছে সময় 
ঈশ্বর কি রাজনীতি বোঝে? 
আমি ঈশ্বর সাক্ষী নই
ধর্মাবতার কে তবে ঈশ্বর? প্রশ্ন সাধারণ, কাদের ঈশ্বর? 
প্রতিটা ধ্বংস, প্রতিটা বন্যা, প্রতিটা ভিতী মানুষের ঈশ্বর তৈরি করে
প্রতিটা সাধারণের খালি পেটে ঈশ্বর খিদে তৈরি করেন,
আর খিদের থেকে বড় ঈশ্বর      
মৃত্যুর শরীরে শুয়ে থাকা সাধারণের আগামীর সত্যি,
দরিদ্র ভারতবাসী । 
.
ঈশ্বর নাকি শ্রমিকের, ঈশ্বর তবে কমউনিস্ট
ঈশ্বর নাকি মন্দির, মসজিদ, গির্জায়,ঈশ্বর তবে আবাসিক
ঈশ্বর নাকি মানুষের,  ঈশ্বর তবে সামাজিক 
ঈশ্বর নাকি শব্দ, ঈশ্বর তবে কবিতা
ঈশ্বর নাকি আইনি , পুরোহিত, যাজক কিংবা রাষ্ট্রপিতা
ঈশ্বর নাকি ধানের ক্ষেত,সবুজ অরণ্য  কিংবা মোনালিসা
কে তবে ঈশ্বর? 
.
প্রতিটা মৃতদেহের পাশে ঈশ্বর শুয়ে থাকে
প্রতিটা ধর্ষনের সাক্ষী ঈশ্বর নিজে থাকে
পোখরানে পারমানবিক বিষক্রিয়া, সীমান্তে ক্রমাগত বোমাবর্ষণ
বাড়তে থাকা পেট্রলের দাম, বেশ্যালয়ে মানুষের কাম 
ক্রমশ বিক্রি রাষ্ট্র, ক্রমাগত পন্য সভ্যতা
মানুষের রাজনীতি না নিরপেক্ষ যোগ্যতা। 
.
কে তবে ঈশ্বর? 
কে তবে ত্রাতা? 
ক্ষুধার্ত ভারতবাসীর , কে তবে অন্নবিধাতা? 
ঈশ্বরের ভেকে মানুষ না মানুষের ভেকে ঈশ্বর? 
প্রশ্ন সাময়িক
কিন্তু জবাব  দেবে কে,  
ঈশ্বর নিজে না ঈশ্বরের সাজে যে?   





  
    
        

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...