Tuesday, June 2, 2020

তুমি মোটেও খারাপ মেয়ে নও



তুমি মোটেও খারাপ মেয়ে নও
..... ঋষি
 
জীবন মানে জানি না 
তবে এটা জানি তুমি খারাপ মেয়ে নয় মোটেও। 
..
শুনেছি যে মেয়েদের বাবা রাতে গলা অবধি দারু খেয়ে বাড়ি ফেরে
তাদের বিয়ে হয় না। 
শুনেছি যে সব মেয়েরা মা,মাসীর মতো ঘরের কাজ করে
যারা চুপ করে বাবা, ভাইয়ের থাপ্পড় মুখ বুজে হজম করে,
যে মেয়ের  স্বামী বেশ্যা বাড়ি যায় তার ঘর করে
সন্তান, বিছানার চাদর  আর প্রতি  মুহুর্তের ধর্ষন  সব ঢোক গিলে হজম করে 
হজম করে দূর সম্পর্কের আত্মীয়ের শরীরে হাত বোলানো 
হাজারো জখমে,হাজারো কান্না গিলতে পারে
তাকে ভালো মেয়ে বলে। 
.
আর যারা বাসে কেউ শরীরে হাত দিলে ঘুরিয়ে থাপ্পড় মারে
কারোর স্বামী অকারণে গালাগাল দিলে প্রতিবাদ করে,
যে সব মেয়েরা বাবার ওষুধের কেনার জন্য ডান্সবারে কাজ করে
সন্তানের ভরনপোষনের জন্য শাড়ি তুলে দাঁড়ায়। 
যে সব মেয়েরা স্বামীর অত্যাচারে ডিভোর্স করে
সংসার বাঁচাতে ওভারটাইম করে রাতে অফিস থেকে ফেরে,
বসের অন্যায় সহ্য না করে অনায়াসে চাকরীতে রিজাইন করে
কিংবা সামনে দাঁড়িয়ে  সমাজে অন্যায়ের প্রতিবাদ করে,
হিমালয়ের সানরাইজ পয়েন্টে দাঁড়িয়ে একলা সুর্য দেখে
আর ঈশ্বরের চোখের দিকে সরসরি তাকায়
তাকে আমরা খারাপ মেয়ে বলি। 
.
এতসবের মানে আমি বুঝি না 
বুঝি না পিতৃতান্ত্রিক কিংবা মাত্রিতান্ত্রিক সময়,
আমি শুধু এটা বুঝি অন্যায়ের প্রতিবাদ মানুষ হওয়ার প্রথম পাঠ,
আমি শুধু এটা জানি নারী ও পুরুষ শুধুই একে অপরের পরিপুরক 
তাই আমি জানি
তুমি মোটেও খারাপ মেয়ে নও। 


   

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...