Thursday, June 4, 2020

পৃথিবীটা খুব সুন্দর



পৃথিবীটা খুব সুন্দর
.. ঋষি
 
পৃথিবীটা খুব সুন্দর তাই না
যান প্রশ্ন করুন গঞ্জের ঘাটে খালি পেটে নদীর  জলের দিকে তাকিয়ে 
থাকা বারো বছরের গরীব ছেলেটাকে,
যান প্রশ্ন করুন ওই বাগানের ফুলের দিকে তাকিয়ে থাকা ওই মেয়েটাকে
যার ওই ফুলটা ভালো লাগছে না
তবুও সে তাকিয়ে ওই বাগানের রাস্তায় হয়তো তার সেই প্রেমিকের অপেক্ষায় 
যে ফিরবে বলে আর ফেরে নি আজ প্রায় দেড় মাস। 
.
একটা গুলির শব্দ 
শুনলেন সকলে,কিন্তু আপনারা মিস করলেন দৃশ্যটা
সে কারনে খগেন মাস্টারের শরীরটা পাওয়া গেল হাসনাবাদের কোন পচা পুকুরে
কারন তার  রাস্তার ধারের কুকুরগুলোকে কুকুর বলা উচিত হয় নি। 
পৃথিবী খুব সুন্দর তাই
আপনি এখানে সত্যি বলতে পারবেন না
অথচ ভোট দেবেন নিয়ম করে
কারন ভোট দেওয়া আপনার গনতান্ত্রিক অধিকার। 
.
পৃথিবী সুন্দর বলেই বোধহয়
আপনি মেনে নেন আপনার মায়ের মৃত মুখ পয়সার অভাবে, 
আপনি তাই প্রতিদিন ক্রমাগত অভ্যস্ত পেজ থ্রির যৌন কেলেংকারী শুনতে।
বাসের গাদাগাদি,বসের গালাগালি
একফোঁটা রক্ত আর ঘামের তফাৎ এ উপার্জনের মানেটা আপনি বোঝেন
অথচ তবুও মুখ বুজে মাসের শেষে সংসারে মুখঝামটা আপনি নিয়মিত শোনেন । 
.
দেখুন সেই বারো বছরের ছেলেটা এখনও কাঁদছে গঞ্জের ঘাটে বসে
ভাবছে জল থেকে উঠে আসবে তার মা
সে তার মাকে  জড়িয়ে ধরে বলবে দেখো বাবা আজ ঠিক চাল আনবে
দেখো আর কষ্ট হবে না মা। 
আমার কি মনে হয় বলুন তো 
আমাদের পৃথিবীটা এই কারনে খুব সুন্দর 
কারন আমরা আমাদের বাড়িতে আজও সাদা ভাতের গন্ধ পাওয়া যায়
অথবা এই সময়েও আপনি নিঃশ্বাস নিচ্ছেন বলে। 

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...