Thursday, June 25, 2020

অদম্য সৃষ্টি


অদম্য সৃষ্টি 
... ঋষি 

শতসহস্র শোক যখন তোমাকে ছুঁয়ে নামে
তখন ক্লান্ত মানুষ এই শহরে মাটি মেখে ঘুমিয়ে পরে ,
না হে কবি 
এই সভ্যতায় মানুষের কোলাহল শুধু জেগে থাকে না 
ঘুমের মধ্যে ফিরে আসে 
আলোর খোঁজে,মুক্তির খোঁজে । 
.
কবি এই সভ্যতায় সমাপ্তি বলে কিছু হয় না 
এই সভ্যতা ধ্বংস শব্দটা শুধু সাময়িক এবং নিতান্ত অপ্রাসঙ্গিক ,
একটা অংকুরিত গাছ যখন ধীরে ধীরে ছেয়ে ফেলে অদম্য আকাশ 
একটা জীবন যখন সমস্ত আদিমতা ছুঁয়ে মিশে যেতে চায় মাটিতে 
তখন 
তফাৎ কোথায় ? 
কোথায় তফাৎ বেঁচে থাকা আর প্রেমের। 
.
শত সহস্র শোক কোন এক কালবেলায় মিশে গেছিল মাটিতে 
অথচ তোমার সৃষ্টি 
আকাশের বুকে নক্ষত্রের মতো উপস্থিত প্রতিদিন ,
সত্যি কি এমন কোন দিন থাকে 
যেদিন তুমি থাকো না। 
সীমান্তে কাঁটা তার দিয়ে ছিঁড়ে ফেলা সময়ের মাটি ,মানুষের হৃদয় 
গঙ্গা কিংবা পদ্মা 
সবটাই শুধু সময়ের মানুষের বিকৃত একটা প্রচেষ্টা 
অথচ কাঁটা তারে তোমাকে বাঁধতে পারে নি 
সময় তোমায় মারতে পারে নি  
অদম্য সৃষ্টি মাথা চারা দিয়ে তোমাকে জন্ম দেয় বারংবার। 
তবে আজ ২২ সে শ্রাবন 
না অন্য দিন। ...... তফাৎ কি  ?

.

No comments:

Post a Comment

স্মৃতি গান

কত গুলো স্মৃতিগান,ও পথে রং ছিল, কারণ ছিল  যে কবিতা সময়কে বিপ্লব আঁকতে শিখিয়েছে আজ সে মুখ ফিরিয়ে বোবা এখন এ শহরে কোন ম্যাজিক অবশিষ্ট নেই শহরে...