Thursday, June 11, 2020

ভালো নেই তাই




ভালো নেই তাই 
... ঋষি 

ভার্চুয়াল মিডিয়ায় একশো পনেরো জনের সাথে কথা বলে দেখেছি
তারা কেও ভালো নেই।
এস্কিমোর দেশের এক  প্রতিনিধির সাথে কথা বলে দেখেছি
তারা আগামী সাতদিন ভালো আছে
কারণ আগামী সাতদিনেরই খাবার মজুত তাদের কাছে
তারা তাই আগামী সাতদিন সুরক্ষিত নিজেদের গভীরে ।
.
আমি এক গ্রামের সরকারী স্কুল শিক্ষকের সাথে কথা বলে জেনেছি
তার সংসারে অভাব থাকলেও তিনি খুশি
কারণ তিনি মনে করেন ভারতবর্ষ আগামীকালে জাগবে
তার ছাত্ররা ঘুম ভাঙাবে আগামী ভারতবর্ষের।
আমি জেনেছি এক রিক্সাওয়ালার কাছে   
সে খুশি কারণ তার আজ সন্ধ্যায় বাংলার বদলে ইংরাজি জুটবে। 
.
আমি শুনেছি স্কুলে যাওয়া সেই সব পীপিলিকার কাছে
তারা ভালো নেই,
কারণ তাদের মা- বাবা তাদের ভালও বাসে না
ভালোবাসে সময়ের নম্বরকে    
আসলে বাবা মারা মনে করছে নম্বর দিয়ে নাকি মানুষ তৈরি হয়। 
খবর নিয়ে দেখেছি বই পাড়াতে 
এই সময় নাকি শহরের কোন কবিই ভালো নেই, ভালো নেই তাদের কবিতা 
কারণ আজকাল কবিতার টি আর পি কমছে বিনোদনের কাছে
সস্তার মিডিয়ায় কবিতাগুলো শুধু কাঁদছে পাঠকের দরবারে। 
.
এখন প্রশ্ন হলো আপনি কি ভালও আছেন? 
আপনি যেই হোন না কেন এখন প্রশ্ন আপনি কতটা ভালো আছেন ? 
উত্তর দেওয়ার আগে আমি বলি 
আপনি কি দুবেলা খেতে পাওয়া মানুষগুলোর একজন কি ? 
যদি হন তবে প্লিজ লজ্জা পাবেন না
ভারতবর্ষের অর্ধেক লোক দুবেলা দুমুঠো খেতে  পায় না বলে, 
আর প্লিজ মিছে কাঁদবেন না আপনি ভালো নেই বলে। 
 

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...