Sunday, September 1, 2013

RISHI026@GMAIL.COM

###### " যান্ত্রিক চাহিদা " ######
লেখক : ঋষি
************************************************
কয়েক প্রজন্ম পরে
যখন আগুনে আর থাকবে ছাই।
যখন মানুষ নিজেকে পোড়াবে নিজেদের আগুনে
নিজের অস্তিত্বের সাথে সন্ধি করে
মেনে নেবে সব অপরাধ।
সেদিন মানুষের শুভ অনুভূতির নিলাম হবে
প্রযুক্তির যান্ত্রিক জাদুঘরে।
সেদিনের মানুষের শারীরিক প্রক্রিয়া গুলো
অচল হবে নকল হৃদয়ের যোগানে।
আর পুড়বে না হৃদয়
আর পুড়বে না সময়
যন্ত্রের মাঝে যান্ত্রিক চাহিদার
অনুভূতিহীন প্রয়োগ গুলো যান্ত্রিক হবে।
সেদিন ও  গোলক আবর্তিত হবে মেরুদন্ডহীন ভাবে
সেদিন ও সূর্য  ,চাঁদ হবে যন্ত্রের মতো প্রয়োজনীয়।
প্রয়োজন ততোটাই যতোটাই ভালো থাকা যায়
সেদিন বোধায় সবাই থাকবে ভালো
যন্ত্র আর যান্ত্রিক চাহিদায়।
আরো একা হয়ে
বোধায় ভালো থাকা যায়।
****************************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...