Sunday, September 22, 2013

RISHI026@GMAIL.COM


### " আমৃত্যু কোলাহল " ####
লেখক : ঋষি
*********************************
মস্তিষ্ক নিউরনের শিরায় শিরায় আগুন
আগুনে  পুড়ে মড়ার  ইচ্ছা।  
পিপিলিকার পাখা যে ঝরে গেছে
থরে থরে সাজানো মাংসের আড়ালে
আজ পোড়া গন্ধ।
পোড়া গন্ধ পুড়ে  যাওয়া স্মৃতিদের আয়নায়
মুখ লুকিয়ে রাখার ইচ্ছা।
ইচ্ছাদের আহুতি দেই ঝলসানো স্বপ্ন
স্বপ্নের আলো বৃষ্টি হয়ে নামে চোখে
মুছে যায় বেঁচে থাকার গভীর ইচ্ছা।

আচ্ছা এমনি হয় জীবনের অন্তিম বদল
এমনি হয়  ঝরে যাওয়ার পাতার অস্তিত্ব।
মিশে যায় মাটির গভীর থেকে গভীরে
প্রতি নলকূপে উঠে আসে বিষ।
বিষে আকাঙ্খিত মৃত্যু আসে না
আসে কিছু স্মৃতি সারি দিয়ে।
আসে কিছু পুরনো কথা
আসে তাদের মুখ।
আসলে মৃত্যু স্মৃতির সাজে না
চাই না স্মৃতির মৃত্যু হোক।

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...