Saturday, September 28, 2013

RISHI026@GMAIL.COM


### " ফুরোয় না " ###
লেখক : ঋষি
*********************************************
অহংকার  আর অলংকৃত সময়
বেশ না।
সাজানো গোছানো অথচ দুর্গন্ধময় অস্তিত্ব
কি বলবো ?

চলে যাবে তবু রেখে যাবে
পুড়ে যাবে অথচ রয়ে যাবে
ফুরোয় না কিছুতেই ফুরোয় না।

গোলকের আবর্তনে দিন আসে
অন্ধকার মুছে,
তবু কেন আঁধার মুছেও মোছে না।
প্রশ্নের অন্তরে রাখা জীবনের গাঁথায়
সেলাই করা অস্তিত্বের
প্রেম ফুরোয় না।

অহংকার আর অবমাননা একটা মুখ
অন্য মুখে রাখা গন্ধে
আর যা হোক প্রেম আসে না।

ওটাও  তো জরুরী
তবে কথায় রাখবো প্রেম ?
দুহাত জমিতে না আগুনের শিখায়
কিন্তু এ মন জুড়োয় না।
**********************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...