Wednesday, September 25, 2013

RISHI026@GMAIL.COM


## " সুরভিত  প্রেম " ##
লেখক : ঋষি
******************************
বৃষ্টির মাঝে শুয়ে  আছে  স্বপ্ন
স্বপ্নের বুকে মাথা রেখে প্রেম।
স্বপ্নের নরম বুক থেকে গড়িয়ে
শক্ত মাটির উপর দাঁড়ায়।
ঘোর ভাঙ্গে ,ঘুম ভাঙ্গে
নেশা প্রেম
হাসতে  হাসতে পাগল বোধ হয়।


স্বপ্নের  পোড়া বাসরে
লেগে থাকে স্পর্শ স্মৃতি।
প্রেম যেন ঝরতে থাকে দুসপ্ন  অন্ধকারে
উনুনের উপর শুকিয়ে আছে  জ্বালা।
জ্বালার উপর জ্বালা
পোড়া গন্ধ ,পোড়া নয়
সুরভিত  প্রেম ,তোমার  বুক বোধ হয়।
*******************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...