Wednesday, September 25, 2013

RISHI026@GMAIL.COM


### " বাঁচার ইচ্ছা  " ###
লেখক : ঋষি
***************************************
অন্ধকারে রাত জাগা চোখে
জানলার এপারে জোত্স্নার নগ্ন নৃত্য।
জানি আমার ভয় করে
দাঁড়াতে জোত্স্নার আলোয়।

সারি দেওয়া ইচ্ছেগুলো  শুকিয়ে কাঠ
স্বপ্নের সবানজলে ধুঁয়ে।, নিংড়ে জোত্স্নার আলোর মেলা ।
পরিস্কার সাদা পাতায়  কয়েক ফোঁটা মৃত্যু
অন্ধকারে আমার চোখ জ্বলছে।

জানি আমারও ইচ্ছা করে
খোলা আকাশের নিচে দাঁড়াতে।
হাত বাড়িয়ে ছুঁয়ে দিতে চাঁদের মুখ
আমার বাঁচতে ইচ্ছে করে।

নয় নয় করে কেটে যাওয়া   দিনলিপিতে
মেখে আছে সুয়োপোকার লালা।
একটা আকাশ চাই
চাই একমুঠো নিঃশ্বাস বেঁচে থাকার।

জানি সব পাওয়া যায় না
ধুকপুক অলিন্দের খাঁচায় শব্দময় অস্তিত্ব।
বেঁচে থাকে
তবু জানো  বাঁচা যায় না।
***************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...