Thursday, September 12, 2013

RISHI026@GMAIL.COM


"অন্য পথের পাঁচালি"**
- ঋষি
ফেলে আসা কাশফুল , 
অপুর কল্পনার রেললাইন ,
আজ আর কারো স্বপ্নে আসেনা।
বড় ব্যস্ত এই বানপ্রস্থ ।

দূর্গার স্বপ্নের তেঁতুলতেল ,
একটু পাওয়া, কত হাসি ,
আজ আর এতটুকুতে মন ভরে না।
জলন্ত সময়ে ইন্দ্রপ্রস্থের স্পর্শ।

ইন্দির ঠাকুরুনের অপেক্ষা ,
হরির দিন তো গেল সন্ধ্যা হলো ,
আর সুর কোনো মোনে তোলে না ,
আরো বেকার বাঁচার ইচ্ছা মনে ।

সর্বজয়ার সংসারে আজও টানাটানি
খুব কষ্টের দিন আনি দিন খায় সংসার ।
সেখানে শান্তি থাকে সুখ না
এখন আর কোথায় এমন পাওয়া যায় ?

হরহর আত্মারা আজ সর্গে
আজ আর সৎপথে কজন থাকে ?
এখনকার হরিহর বেঁচে থাকে না
এমন জীবন কজনের হয় ?

সব লেখা সংসারে অন্তরিত সাগরে ,
টানাটানি মধবিত্ত্য হৃদয়ে গভীর কোনে ।
বিভূতিভূষণ আজ এমন লেখে না
এখনকি আর পথের পাঁচালি পথে থাকে ?

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...