Wednesday, September 18, 2013

rishi026@gmail.com


### " বাস্তব " ###
লেখক : ঋষি
**************************************************
নীল জোত্স্নার ওপারে বসে
একগাদা মাথা ভর্তি জটিল সমীকরণের
একটাই মানে সন্তুষ্টি
ওটাই হওয়া যায় না।

আকাশ থেকে নেমে আসা আলোর সুরঙ্গে
হৃদয় হাঁটতে থেকে।
হাঁটতে হাঁটতে বাস্তবের মাটি থেকে স্বপ্নিল গহ্বরে
অন্ধকারের থকে দুরে
কিছু স্বপ্নদের ঘিরে হৃদয় নাচতে  থাকে।
ভালো লাগে
কিন্তু বাস্তবে ভালো থাকা হয় না।

নীল জোত্স্নায় মাখামাখি পৃথিবীটা
স্বপ্নের মতো মনে হয়।
কিন্তু বাস্তবের আলোতে সব একমুহুর্তে
বদলে যায় ,আটকানো যায় না।
*****************************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...