Sunday, September 29, 2013

rishi026@gmail.com


#### " নীলাঞ্জনার বিষন্নতা " ####
লেখক : ঋষি
***************************************
একচিলতে আগুনে পুড়ে যেতে পারে স্নেহের লঙ্কা
তবে কেন তুই পুড়বি না প্রেমের আগুনে।
নীলাঞ্জনা তোর আকাশ রঙের শাড়িটা
আজ আকাশ ঢাকা স্বপ্নের আগুনে।
তোর ডায়রির পাতা কই
শুকিয়ে গেছে কালি।
শ্রাবনের ধারার মতো তোর রূপের জোত্স্নায়
আজও পুড়ছে কেউ প্রেম যমুনায়
ভেসে যাচ্ছে তোর ইচ্ছের নৌকা।
বেশ না নীলাঞ্জনা
কিন্তু আমি জানি নীলাঞ্জনা
তুই পুড়ছিস সবার বেশি।
আমি জানি তুই আজও একলা মেঘলা দিনে
তোর ফেলে আসা সময় তোকে কুঁকড়ে দেয়  .
কিন্তু চোখের  জল তোকে মানায় না নীলাঞ্জনা
তুই বদলেছিস বাইরে।
কিন্তু ভিতরে
কিন্তু ভিতরে তোর পুড়ে যাওয়া সময়ের কালসিটে।
ফিকে হয়ে গেছে সময়ের তাপে
আজ ও সেখানে রয়ে গেছিস তুই।
বদলে গেছে সময়ের আদলে তোর রূপ
আমি জানি নীলাঞ্জনা
আজ ও বদলাস নি তুই।
****************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...