Monday, September 30, 2013

RISHI026@GMAIL.COM


#### "  যাওয়া যায় না " ####
লেখক : ঋষি
*********************************************
চলে যেতে যেতে
মনে পরে গেল বাড়ির বারান্দায় বাড়ানো হাত।
এক স্বপ্নের রঙে সাজানো উনুনে
সাজানো মনের রং
যাব বললেই তো যাওয়া যায় না।
বাক্সবন্দী অনুভূতির মায়ায়
আটকে আছে প্রেয়সীর মুখ।
এক ছায়া  ......

চলে যাব
তবু জানো  যাব বললেই তো যাওয়া যায় না।
এক ফসলা ফসলের দু ফসলা মাটি
তপ্ত তিমিরে রাখা সঙ্গ দোষ।
শ্মশানের গন্ধ মাখা গায়ে
ফুলের পাঁপড়ির মায়া।
যাব কি করে ?
যাব বললেই তো যাওয়া যায় না  . ..........
**********************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...