Wednesday, September 18, 2013

rishi026@gmail.com


### " তোমায় দেখলে " ###
লেখক : ঋষি
************************************
যে লম্পট রৌদ্র তোমায় স্পর্শ করে
তাকে বলি সাবধান।
যে অনিদ্রিত চোখে আমার তোমার স্বপ্ন আসে
তাদের বলি বড় দেরী  করে এলে।
কি জানি এমনি হয়
তোমায় দেখলে পরে।
বুকের পাঁজর খুড়তে থাকে এক ইচ্ছা
ইচ্ছাগুলো ঢুকতে থাকে গভীরে।
আরো গভীর হৃদয়ে বেজে ওঠে টেলিফোন
টেলিফোনের ওপারে তুমি ,তোমার শীতল স্পর্শ।
কাঁপতে থাকি হৃদয়ে
আর উত্তর দেওয়া হয় না।
খোলা জানলার ভিতরে আমি ঘামতে থাকি
তোমায় দেখলে পরে
এমনি হয়  ....
তোমাকে বোঝানো যায় না।
***************************************

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...