Monday, September 2, 2013

RISHI026@GMAIL.COM

#### " মৃত প্রেম " ####
লেখক : ঋষি
***************************************************
প্রেম যদি মৃত হয়
মৃত্যুকে বড় জীবিত মনে হয়।
ওল্টানো রোজকার বদলানো জীবন
জীবন তখন মূল্যহীন।
সাদা পাতায় যখন একবিন্দু কালি পরে
সেটা ছড়িয়ে যায় অনেকটা জায়গা জুড়ে।
ঠিক একইরকম প্রেম বাঁচে মৃত্যুর পরে
মস্তিষ্কের প্রতি জীবিত নিউরনে।
আঁচড়াতে থাকে ,খামচে ধরে একাকিত্ব
যেটা ছড়িয়ে থাকে জীবিত জীবনে।
প্রেমহীন মস্তিষ্ক বাক্সটার পুরোটাই ফাক্যাসে লাগে
পুরো বাক্সটা জুড়ে এক নামহীন বেদনা।
প্রেমের রাশি নক্ষত্র সব মনে পরে
নক্ষত্রখচিত নীল আকাশের একলা জীবনে।
কিছুই ভোলা যায় না
কিছু করাও না।
শুধু পুড়তে থাকে মৃত প্রেম
প্রেম অর্থের মানে খোঁজে
অর্থহীন মৃত জীবনে।
*****************************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...