Saturday, September 7, 2013

RISHI026@GMAIL.COM

##### " প্রেমের শহর " #####
লেখক : ঋষি
*****************************************
কয়েক শতাব্দীর প্রেম পোড়ে
আমার শহরের আকাশে।
যতোই  কালিমাখা  হোক এ শহর
যতোই রক্তের দাগ থাকুক এখানে।
কিন্তু দিনের শেষে এখানে সূর্য ডোবে
অন্ধকার শহর শুয়ে থাকে পৃথিবীর বুকে  .
সুনীল ,শক্তির কবিতায় সাজানো আমার শহর
রবীন্দ্রনাথ আর সত্যজিতের প্রেমের শহর।
নন্দন থেকে ভিক্টোরিয়া
কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা।
প্রেম এখানে স্বাধীন হাওয়ায়
অলিগলি ,কলেজ ক্যান্টিন ,কফি হাউস কিংবা ফুটপাথ।
হাতে হাতে ,কাঁধে কাঁধ
বন্ধুর মতো জড়িয়ে থাকে।
সকালে আলোয় গঙ্গার ঘাটে
দুপুরে রৌদ্রে গড়ের মাঠে।
পূজার মতো কালিঘাটে
প্রেম এখানে দিনে রাতে।
প্রেম এখানে প্রেমের শহরে
ঘোরে ফেরে সবার সাথে।
**********************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...