Monday, September 23, 2013

RISHI026@GAMIL.COM


### " জীবনের বিজ্ঞপ্তি " ###
লেখক : ঋষি
*********************************************
উল্টে যাওয়া রহর্ষ গুলো আমরা সবাই জানি
কিছুই আর চাপা নেই লজ্জার আড়ালে।
সবটাই ফুটপাথে বিজ্ঞাপনের মতো
বড় বেশি উন্মোচিত আলোর অন্ধকারে।
ছয় থেকে ছাপ্পান্ন
ঘরের কোনে মুখের অন্ন।
প্রেম বা শরীর অনন্য কোনো পিপিলিকা
আজকাল কুটকুট করে সবার মাথার ভেতর।
সবাই চাই আরো বেশি বিজ্ঞাপন
জীবন থেকে অনুভূতি।
জন্মদিন কি মৃত্যুদিন
ক্রিকেট থেকে আলোকবর্ষ।
শিক্ষা ,ধর্ম ,জাতি সব এক বিজ্ঞাপন
কোথায় শান্তির জীবনযাপন।
আরো চাই ,আরো চাই ,আরো চাই
কোথায়  শেষ,কোন অন্ধকারে সে দেশ।
কেউ হৃদয় ছুঁতে চাই না
নিজেকে সাধারণ রাখতে চাই না।
শুধু পাবলিসিটি আরো বেশি পাবলিকলি
কিছু না শুধু যুগের প্রলোভন
অন্তর্হিত হৃদয়ের রক্তক্ষরণ।
সব বিক্রি সস্তা বাজারে জন্ম ,মৃত্যু, প্রেম
বিজ্ঞাপন সব সস্তা বাজারে।
**********************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...