Monday, September 2, 2013

RISHI026@GMAIL.COM

###### " বৃষ্টি বোধায় " ######
লেখক : ঋষি
*************************************************
ধীর গতিতে মুছে যাওয়া আলো
মুহুর্তের বারান্দায় অন্ধকার ঢাকা আকাশ।
আকাশ থেকে নেমে আসা একগুচ্ছ ভালোবাসা
বৃষ্টি বোধায়  .................

বৃষ্টির শীতল বিছানায় মুহুর্তদের আনাগোনা
মুহুর্তের ভালোলাগা ,খারাপলাগা অনুভূতির ভিড়।
ভীষণ  মিষ্টি এক বিষন্ন একাকিত্য
বাইরে তখন বৃষ্টি বোধায়  ..................

চাদুরে গায়ে অদূরে গরম ভালোবাসা
জানলা দিয়ে হাত বাড়িয়ে বৃষ্টিকে ছোঁয়া।
এক আনন্দ ,এক দুঃখ বোধ
এক অনুভূতির বৃষ্টি বোধায়  .....................

বৃষ্টিতে ভেজা জোড়া শালিখ
বৃষ্টিতে ভেজানো নিজের দোমড়ানো অস্তিত্ব।
নিজেকে দাঁড় করায় বিশাল আকাশের নিচে
তাও সেই বৃষ্টি বোধায়  ..............

কান পেতে শোনা বৃষ্টির রুমঝুম
চুপ করে হৃদয়ের গায়ে দাগ টানে।
একটা স্পর্শ ,একটা অনুভূতি
সবটাই বৃষ্টি বোধায়  ...............
*************************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...