Wednesday, September 11, 2013

RISHI026@GMAIL.COM

#### " হাসি মুখ " ####
লেখক : ঋষি
***********************************
এক টুকরো হাসি চাই
আর কিছু না।
মেঘলা দিনে রৌদ্রের মতো
সেই হাসি।
খোলা ফুটপাথে জীবনের মতো
সেই হাসি।
বুকপকেটে দাঁড়ানো সেই মেয়েটার
সুন্দর সেই মিঠি হাসি।

খুঁজেছি ,খুজেই চলেছি
সিঁদুরের নতুন দিনের।
আবহাওয়ার নতুন রিপোর্টে
সুধু বৃষ্টি আর বৃষ্টি।
সেই মেঘ আর হাসে না
বৃষ্টি হয়, ভেজায়  আমায়
আমার মন আর হাসে না।

এক টুকরো হিমেল স্পর্শ চাই
কেউ দেবে গো আমায়।
আমার মনের পুরনো হাসিমুখ
একচিলতে সুখ ছুঁয়ে যাবে।
কেউ দেবে গো আমায়
আমার বুকে তে একটা দুঃখ ,
ফিরে পাওয়া পুরনো মনের
সুন্দর সেই হাসি মুখ।
************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...