Monday, September 16, 2013

RISHI026@GMAIL.COM


#### " নায়কের মতো " ####
লেখক : ঋষি
************************************************
তোমার চারদিকে রাখা গল্পগুলোর
মাঝে আমি থাকি।
বারবার পর্দার নায়কের মতো
বাড়িয়ে দি হাত।
তোমায় স্পর্শ করি
তোমার শরীরে আমার হাত।
ঠিক যেন টিকটিকি
বেয়ে চলি টিকটিক ,টিকটিক ,
এক কৃত্রিম অভিনীত প্রেমে।

কোনো এক অন্ধকার জড়ানো কবিতার কলামে
ঝরে পরা ব্যর্থ প্রেমিকের স্বপ্ন।
বৃষ্টির মতো ভিজিয়ে দেই কবিতা
স্বপ্নের মতো সাজিয়ে রাখা আশার।
তাসের দেশের ইস্কাবনের বিবি
তুমি হাসতে থাকো।
আমি নায়ক তোমার গল্পে
অন্ধকারে মিশে থেকে হাত বাড়িয়ে ,
তোমাকে খুঁজতে থাকি কৃত্রিম অহংকারে।
************************************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...