Saturday, September 7, 2013

RISHI026@GMAIL.COM

##### " অভিশপ্ত " #####
লেখক : ঋষি
**********************************
শেষ মায়ায় তার নাম লেখা আছে
আগুনের আহুতির শেষ মুহুর্তে
মাড়িয়ে চলে যাওয়া সময়ের সাথে
কিছু স্মৃতি রাখা আছে।
ঠিক এক অদৃশ্য চাবুকের দাগ
ঠিক এক বেদনাক্ত  ক্ষতচিহ্ন।
যার কোনো সময় নেই মনে পোড়ার
যার কোনো ঠিকানা নেই খিদে পাবার
এক অতৃপ্তি ,এক তেতো ভাব মুখে।
হৃদয়ের শাখায় যে ফুল ফোঁটে
সেই ফুল যদি ঝরে পরে অসময়ে।
সেই ফুল যদি চটকে দেই কেউ
তবে আর ফুল ফোটে না।
তবে আর হাসে না জীবন
শুধু জীবন পোড়ে সময়ের সাথে
শুধু প্রেম খোঁজে জীবন মাঝে।
শেষ মায়ায় তার ছায়া রাখা থাকে
আগুনের চিতায় শেষ মুহুর্তে।
***********************************

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...