Friday, December 10, 2021

নিরুত্তর

 নিরুত্তর 

... ঋষি 


পাতিপুকুর পাগলা গারোদের জানলা দিয়ে তাকিয়ে আছে 

আজ সারাদিন শীতের রৌদ্র শুকিয়ে দিচ্ছে সময় 

শুকনো মাটি 

পাগলটা দেখেছ জানলার ওপাশে গাছতলায় বিচ্ছিরি নোংরা ভিখারিনীটাকে

কুচো কুচো শুকনো পাতা ছড়িয়ে চারিপাশে 

পাগলটা হাসছে ,পাগলটা চিৎকার করছে হঠাৎ। 

.

আমি দেখছি 

অনবদ্য ছন্দে বইতে থাকা জীবন 

পাগলাগারদের ভিতরে ,বাইরে ফুটপাথে বিগতযৌবনা ভিখিরিনীর মধ্যে ,

যৌবন বড় উত্তেজক শব্দ 

কিন্তু তার বাইরেও দৃষ্টিগুলো পাগলের হতে পারে 

কারণ সব দর্শন আর দৃষ্টি শুধুমাত্র সামাজিক না । 

.

আজ সারাদিন প্রখর রৌদ্র সময়ের গায়ে 

ক্লান্ত ভিখিরিনী দীর্ঘশ্বাস ফেলে পাগলটার দিকে তাকিয়ে 

তার মরদ 

তার সংসার 

যৌবন হয়তো মরে যায় না খেতে পেয়ে বহুদিন 

কিন্তু আশ্চর্য সম্পর্ক। 

আমার ভয় করছে ওরা হয়তো অপেক্ষা করতে করতে মরে যাবে

ওরা হয়তো সময়ের কৃপণতার কান্নায় ডুবে যাবে 

ওরা হয়তো একে ওপরের নগ্ন বুকের আমেজ পাবে না কোনো 

শীত ফুরোবে 

ওদের যৌবন ,ওদের সময় ,ওদের মুহূর্তরা 

একইভাবে বেঁচে থাকার অপেক্ষা করবে

আর আমি হয়তো সম্পর্কের টানে ওই বৃদ্ধ পাগলের চিৎকারে 

নিজেকে খুঁজবো 

প্রশ্ন করবো নিজেকে ,সম্পর্কের মানে।  

 


 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...