Monday, December 6, 2021

সুবাস



 সুবাস 

... ঋষি 


সমস্ত বৃষ্টি ফোঁটায় আজ কেমন যেন তোমার গন্ধ 

শেষ বিকেলে এমন সুবাস 

                 ..... কবে পেয়েছি শেষ !

প্রথম যেদিন ভাবনাজুড়ে নারী তখন বোধহয় সাপ লুডো

নাকি যেদিন প্রথম ধর্মতলার মোড় ,গড়ের মাঠ 

তোমার হাতের আঙুলে হাত। 

.

বাঁশপাতা ঝরে যাচ্ছে আমার ভিতর 

এক জাদুকর যেন অনবরত আমার কলমে তুমি ছুঁয়ে যাচ্ছো ,

কবে শেষ এমন সুবাস ,

বুকের ভিতর 

বুকের বাড়ির ভিতর 

ভিজে যাওয়া নোনা দেওয়াল আর নোনতা তুমি। 

.

কবিতা ছেড়ে ফিরছি ,ফিরছি সাপ লুডো ছেড়ে 

চোখের পাতায় জীবনটা উল্টো ব্ল্যাক এন্ড হোয়াইটে 

তুমি হাসছো যে ?

আমি কলম ফেলে হাতে তুলে নেবো গিটার 

পুরনো সন্দেহে খুলে ফেলবো মহাভারতের মহাযজ্ঞ 

আমি দেখতে পাচ্ছি দ্রৌপদীকে 

তবু হাত রাখছি তোমার হাতে 

গন্ধটা চেনা  খুব 

                  ........সেই সুবাস। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...