Thursday, December 23, 2021

সাদা ঘোড়া


 

সাদা ঘোড়া 

... ঋষি 


হঠাৎ লিখতে ইচ্ছে করছে 

শ্লোকের বাইরে  জীবন যেন নদীর মতো কিছু 

নদীর এপারে আমি ,এই শহর 

আর ঐপারে দাঁড়িয়ে আছে একটা সাদা ঘোড়া। 

.

সাদা ঘোড়া ছুটছে 

এই শহরের ধুলোবালিতে কালি মাখছে মানুষ 

অথচ ওইপাড়ে তখন ঘোড়ার খুরের  শব্দ 

ফিরে আছে ছোটবেলা 

ফিরে আসছে খোপখোপ গল্পের বইগুলো ,ক্যাপ্টেন হকিংস 

ফেলুদা ,টিনটিন, 

সকলে সৃষ্টি লিখলেন রূপকথায় 

               কিন্তু মানুষ ? 

.

অথচ স্টিফেন হকিংস বললেন ঈশ্বর কণা 

কিন্তু ঈশ্বর ?

গুঁড়ো গুঁড়ো আলো ছড়িয়ে পড়ছে এই শহরে নিজের মতো আনন্দে 

কিন্তু অন্ধকার ?

         দাঁড়িয়ে আছে মানুষের মনে 

আর সাদা ঘোড়াটা আমার মতো সবাই দেখছে 

    ছু 

         ট 

    ছে

আর নদীর জল ঢুকে পড়ছে নোংরা শহরের মনের বস্তিতে । 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...