Saturday, December 18, 2021

নিখোঁজ

 


নিখোঁজ 

... ঋষি 


আমার সোনার পাখি হারিয়ে গেছে 

আমার শুধু একার নয় সুনীল ,শক্তি ,নবারুণদারও গেছে 

খুঁজে পেয়েছি আমরা আকাশ সকলে 

তবে পাখিটা নিখোঁজ। 

.

নারী তুমি অন্ধকার আকাশ

মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে করে অন্যের মতো আমারও 

তুমি কেন অবাধ আকাশ হলে ?

কেনই বা তোমার দিকে বাড়ানো হাত কখনো গভীরতা পায় না ?

কেনই বা সৃষ্টির জন্মান্তরে আকাশি স্তনের কাছে এলে 

সেই সোনার পাখিটা হারিয়ে যায় সবার ?

.

মাঝে মাঝে প্রশ্ন করতে ইচ্ছে করে 

নারী তুমি কি শুধু অন্ধকারে রেখে আমাদের 

শধু আলো পেতে চাও ?

নাকি তোমার যোনি জন্মের সর্বত্র রাখা ব্ল্যাকহোল 

আকাশ হারায় 

বাতাস হারায় 

শুধু ভাবনারা ভেসে বেড়ায় বোধয় অন্য কোনো গ্রহে 

সেখানে আমরা কেউ কবি না 

সকলেই নিখোঁজ,

মাঝে মাঝে তাই রাগ হয় তোমার উপর 

তাই আকাশটা গুঁড়িয়ে তোমাকে মানতে ইচ্ছে করে ভালোবাসা 

যা আকাশের মতো গভীর 

অথচ নিখোঁজ সোনার পাখির মতো। 

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...