Monday, December 6, 2021

একদিন অন্যদিন

 

 

একদিন অন্যদিন 

... ঋষি 

এত কিছুর পর হঠাৎ মনে হয় 

একদিন খারাপ থাকলে মন্দ হবে না ,

এ 

ক 

দি 

এই পাশবিক সমাজের বিকারে নারী জঠরে নষ্ট ভ্রুন। 

.

সামনে তাকিয়ে দেখি এই তো গড়িয়াহাট 

         হঠাৎ পাশবিক চিন্তার ধাক্কায় ছিটকে গেল এক মুটে ,

অথচ বিকেলের রেশমি হাওয়া ছুঁয়ে দিচ্ছে 

        কপোতকপোতির ভিড়। 

হিংসা না 

তবে একদিন হঠাৎ সবকিছু ধ্বংস হয়ে গেলে ভালোই হয়। 

.

আমার হাতে কবিতার বই 

অপেক্ষায় 

একমনে ডুবে যাওয়ার চেষ্টা করছি কবির শব্দে 

আহা প্রেম ,বাহা প্রেম 

মন বসছে না 

তুমি আসছো না। .. আমি অপেক্ষায়,

সবকিছু ধ্বংস হয়ে যাক। 

ওইতো তুমি আসছো অলিভ গ্রিন শাড়ি ,সেই হাসি 

ভিড় গুলো হালকা হয়ে যাচ্ছে 

কেউ নেই চারিপাশে 

আজকের দিনটা বাদ যাক 

পৃথিবী ধ্বংস হবে জানি আজ না ,,,অন্যদিন।

No comments:

Post a Comment

অসহায়তা

অসহায়তা  ... ঋষি  . আমার আজ বহুদিন  কবিতা আসছে না  না আনন্দের ,না প্রেমের ,না শহরের ,না মানুষের  কলমের মুখে আটকে আছে যেন দ্বিধা  চারিদিকের আ...