Thursday, December 2, 2021

ঈশ্বর জন্ম

 ঈশ্বর জন্ম 

.. ঋষি 


যেখানে স্বার্থ আর লোভের আরেকনাম ঈশ্বর 

সেখানে ভালোবাসা নেহাত কেতাবি 

নির্ঘুম রাত বলে দেয় 

অপেক্ষারা এখনো জীবিত। 

.

ঈশ্বর শুধু একজন নায়ক 

যাকে বুঝতে আমাদের বারংবার নিজেকে বদলাতে হয় ,

ঈশ্বর আসলে বেঁচে থাকার আরেকনাম 

হয়তো নিঃশ্বাস 

কিংবা কলঙ্ক। 

.

আজকাল বাসি হতে হতে ভাবনারা দরজা খুলে 

মাথার ভিতর সিঁড়ি বেয়ে তোমার কাছে পৌঁছয় ,

ইতিহাস সাক্ষী থাকে জীবিত দৃষ্টিভঙ্গির 

যেখান থেকে কবিতা এই শহরে মুহূর্ত,

সমানে আলোকরশ্মি 

সামনে অনেকটা পথ 

যদি ফুরিয়ে যাওয়ার আগে সম্পর্ক ফুরোয় 

তবে ঈশ্বর নামমাত্র স্বার্থ 

আর লোভ 

তুমি ভালো থেকো চলন্তিকা।  

No comments:

Post a Comment

তবু ভোট দি

এক একটা নির্বাচন আসে  আমাদের নির্বাসিত জীবন আরও ভয়ানক গরীব হয়ে যায়  আমাদের খিদে পায়  অথচ ভোটের বুথে খিদের কোনো চিন্হ নেই , খিদে না খিদের মতো...