Saturday, August 5, 2017

sorrow of city


Lots of things are hidden in the city chest, many sorrow hidden in  my city's daily survival. My poems are just so dark in the city and all those people, ,,,,,,,,,,


.
পঞ্চবার্ষিকী পরিকল্পনায় শহরের আজকের দিন 
থামের ওপর থাম তুলে সম্পর্কের ছোট ছোট কুঠরিতে আলোর প্রবেশ নিষেধ। 
অনন্ত অন্ধকারের আড়ালে রুপোলি মেকি সভ্যতার বিজ্ঞাপনী হাতছানি 
২ G ,৪ G করতে করতে মানুষ আজ অন্তরীক্ষে । 
অথচ কত ছোট তারা নিজেদের আয়নায় 
কোপারনিকাসের আবিষ্কারকে  তারা খুব সহজে বুড়ো আখ্যান দেয়। 
.
এই শহরের  পায়রার খুপরিতে বাস করে বেঁচে থাকা 
মানুষগুলো ছোট হতে হতে আজ পিঁপড়ের মতো শুধু ছুটে বেড়ায় সকাল সন্ধ্যে 
এক তাড়না ,এক কারণ খিদে। 
এই খিদে শব্দটার সমীকরণে ভাঙলে আমি  শুধু সিঁড়ি দেখতে পাই 
অক্লান্ত পায়ে ফুরোতে থাকা মানুষগুলো সব আজ সিঁড়ি ভাঙা  অংকে। 
ব্যস্ত সভ্যতার নথিতে তারা ভুলে চলেছে হৃদয়ের সবুজগুলো 
প্রফিট এন্ড লসের অংকে খুব সহজে তারা খুন করতে পারে ,করতে পারে ধ্বংস। 
এদের কাছে জন্ম শব্দটা বোকামি আর সৃষ্টিটা পাগলামি 
তাইতো এরা এত সহজে নিজের অস্তিত্বকে ছোট করতে ডরায় না। 
ডরায় না ধর্ষণ করতে ,ডরায় না নিজেরদের আত্মীয়তাকে বেআব্রু করতে 
একই আকাশের নিচে বাস করে ,সকলেই আজ শুধু বাড়তে থাকা জীবাণু। 
বাড়তে থাকা সামাজিক প্রটোকলে ,কর্পোরেট লোভে ,পার্টিঅফিসের পতাকায় 
মানুষ আজ শুধু বিছানা বদল করে ,পোশাকের মতো 
আজ  লজ্জা শব্দটা শুধু মানুষের ডিকশনারিতে বন্দি কোনো অন্ধকার নিরাপত্তা । 
এই শহরের উঁচু তলার মানুষগুলো 
আর রাস্তায় বাস করা সেই পাগল ভিখারিটার কোনো তফাৎ নেই। 
শহরের প্রতিটা মানুষ আজ ভিখিরি নিজেদের কাছে 
কেউ মনে ,কেউ প্রাণে কিংবা কেউ ধনে, শুধু অভাব সমৃদ্ধ বেঁচে থাকায়। 
.
পঞ্চবার্ষিকী পরিকল্পনার মতো শহরের আজকের দিন 
বাড়তে থাকা কার্বনডাইঅক্সাইডের সাথে মানুষের মনের কুঠরিগুলো এখানে দূষিত। 
অনন্ত সামাজিকতার কিংবা লোকচক্ষুর আড়ালে প্রতিটা মানুষ দানব এখানে 
সকলেই শুধু ছদ্মবেশী ঈশ্বরের পূজারী। 
অথচ মানুষ ভুলেছে কত সহজ ভালো থাকা ,কত সহজ সবুজের খোঁজ 

কত সহজ বাঁচার কারণ শুধু মানুষের জন্য। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...