Sunday, August 20, 2017

এক রাশ প্রতীক্ষা

এক রাশ প্রতীক্ষা
.......... ঋষি
==========================================
একদিন হঠাৎ মেঘ হবে আকাশে তারপর বৃষ্টি
পথ চলতি অপেক্ষা গুলোর হঠাৎ দেখা হয়ে যাবে তোর সাথে।
ঈশ্বর শুধু অধিকার ছেড়ে রাস্তায় নেমে আসবেন
আমার তোর মতো তিনিও বৃষ্টির জলে ভিজে কাক।
সেদিন সন্ধ্যের পর অন্যদিনের মতো নামাজের ধ্বনি
আর আমাদের মন্দিরে তখন অন্য সকাল

এই সব শতকরা হিসেবনিকেশ
ভগ্নাংশে বাস করা মানুষগুলো সিঁড়ি ভাঙা অংক জানে না।
এই সব ভালো লাগা আদপকায়দা
সময়ের কাছে মানুষগুলো ভালো থাকতে পারে না।
ঈশ্বর নিজের অধিকারের খোঁজে প্রেম শব্দের ফাঁদে আটকানো হাঁসফাঁস
ক্রমশ রঙ্গিণ চোখে নেশার পৃথিবীতে মানুষ খোঁজেন।
তারপর ক্লান্ত হয়ে আকাশে অন্ধকার মেঘ
ক্রমশ বৃষ্টি ঝাপসা চোখের জল।

সেদিন খুব বৃষ্টি হবে
সময়ের অধিকার বুকে নিয়ে জীবন কোনো না বলা কাব্য।
ভালো থাকার শান্তির খোঁজ
কোনো উত্তপ্ত বুকে সেদিন গড়িয়ে নামবে বৃষ্টির জল।
ক্রমশ আমার চোখ বন্ধ হবে
আর মন্দির মসজিদে তখন এক রাশ প্রতীক্ষা।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...