Sunday, August 20, 2017

এই মন

এই মন
............. ঋষি
==========================================
কত সহজে সময়ের যোগফল মানুষ করে
কত সহজে সম্পর্কের ভাঙাগড়া মানুষের হাতে
কিন্তু  মন ?
.
প্রাচীন পবিত্র মন্দিরে ঈশ্বরের মতো এই মন
কোনো পবিত্র ফুলের গড়িয়ে নামা
মানুষ মন বোঝে নি শুধু বাইরের পোশাকি আলিঙ্গনাবদ্ধ নীতি
মানুষ কখনো মন বুঝতে চাই নি
শুধু নিয়মের ফাঁসিতে নিয়মিত জবাই করেছে মনকে
.
কোনো ধর্ম
কোনো আলিঙ্গন
এমন কি ঈশ্বর অবধি মনের কাছে খুব ছোট।
মন খোলা আকাশে লিখতে থাকা কবিতার মতো
অনাবিল একটা নদী  নিজের আনন্দে যদি তৃষ্না হয়ে যায়
সেটা মন
.
কত সহজে মানুষ সম্পর্ককে মনে আবদ্ধ করে
আবার সাজানো কাগজের নৌকো জলে ভাসিয়ে দে
কিন্তু মন ?

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...