Friday, August 4, 2017

কবিতা লিখবো বলে

কবিতা লিখবো বলে
.......... rishi
========================================
কবিতা লিখবো বলে
সময়ের শানে শান দেওয়া কলমের নিব।
কবিতা লিখবো বলে
প্রেমিকার বুকে হাজার শহর লেখা সময়ের ল্যাণ্ঠন।
কবিতা লিখবো বলে
আজও বৃষ্টি পরে ,ঋতুবদল সময়ের।

কবিতার গায়ে আজকাল কেমন একটা বাসি গন্ধ
একলা বাথরুমের আয়নায় গড়িয়ে নামা শাওয়ারের জল আর চোখ বন্ধ ।
কবিতার শরীরে আজকাল মাছি ভনভন করে
এই বাজারে গল্প বিক্রি হলেও কবিতা একলা না খেয়ে মরে।
কবিতা আজকাল আমাকে একলা করে
কেন যেন নিজেকে রাখা বন্দি নিজের পুরনো স্মৃতির ঘরে।
কবিতা শুধু রাতজাগা চোখ
ব্যস্তরার  জীবনের দিনলিপি আর আর বাঁচার মাপঝোঁক।
কবিতার গায়ে তোমার দেওয়া নীল পাঞ্জাবি ,সরস্বতীর অক্ষরের বর্ণনা
কবিতা লিখে বেঁচে থাকা আর বাঁচা যেন স্বপ্নের কল্পনা।
কবিতার শরীরে কবির কলমের আদরের নিব
কবিতা আসলে একা ,সময়ের বিরোধী ভেংচায় জিভ।

কবিতা লিখবো বলে
সময়ের গায়ে ইচ্ছার সাজানো রং।
কবিতা লিখবো বলে
প্রেমিকার বুক ছুঁয়ে ঠোঁট নামানো নোনতা চোখের জল।
কবিতা লিখবো বলে
কবিতা তুমি সত্যি প্রাচীন বাঁচা আর বর্তমান কোলাহল।



No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...