Saturday, August 5, 2017

as whore.....


This poem is dedicated to those women living outside of society,Those who know this civilization as slut or as whore...............
.
মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে কাঁচা খিস্তি মারে কাস্টমারকে 
দাঁত বের করে সস্তার লিপস্টিকে মেয়েটা হাসে। 
বিচ্ছিরি আওয়াজে পানের পিক ছুঁড়ে দেয় রাস্তার উপরে, 
তখন প্রবল ঘৃণা তার চোখে মুখে।
.
পথ চলতি পুরুষের চোখে একটা শিয়ালের চাহুনি
মেয়েটা একটুও ডরায় না।
এই সভ্যতায় পুরুষ শব্দটা ততক্ষন পুরুষালি যতক্ষণ সে নিয়মে সামাজিক
বাকি তো পুরুষ শুধু সুযোগসন্ধানী মাংসের খোঁজ।
এই সভ্যতায় নারী শব্দটা ততদিন সাংবিধানিক যত দিন সে পর্দানশীন
কিন্তু সমাজ সেই মেয়েটাকে বেশ্যা বলে চেনে।
মেয়েটা বোঝে ,এতদিনে বুঝে গেছে সব এই ধান্ধায়
এই সমাজ ,এই সময় তার কাছে থেকে কি চায় আর বদলে তার বাঁচা।
তাইতো রাতে বারংবার শরীরের তলায় শুয়ে সে শুধু হাসে
আর পাঁজরের যন্ত্রনা বুকে চাপা দিয়ে গালাগাল করে সমাজকে।
গালাগাল করে প্রতিটা সামাজিক নিয়মকে
কারণ তার কাস্টমার লিস্টে স্কুলের বাচ্চা থেকে ঠাকুরদার বয়সী লোকও আছে।
বুকের আগুন অসহ্য হয়ে গেলে মেয়েটা নেশা করে চিৎকার করে রাস্তায় দাঁড়িয়ে
এই সমাজ ,এই অবস্থানের বিরুদ্ধে এই তার জেহাদ।
প্রতি রাতে তাকে থেঁতলে যায় এক বা একাধিক লম্পট ,মাতাল পৌরুষ
কিন্তু সেই পুরুষগুলো সবকটাই ভীরু ,বৌ খেদানো সব ফাস্ট্রেটেড।
মেয়েটা জানে সেই সব কথা
তাইতো সে খিস্তি আর খোঁচা মেরে কথা বলে প্রতিটা পুরুষের সাথে ,সমাজের সাথে।
এই সমাজে মেয়েটার আর কোনো ইচ্ছা নেই ,নেই কোনো ঘর ,নেই কোনো স্বপ্ন
সব ধ্বংস তার ,শুধু বেঁচে থাকা একটা পরিচয় মাথায় নিয়ে " বেশ্যা "।
প্রতি রাতের যন্ত্রনা ,প্রতি রাতের বিকোনো ভালোবাসার শরীরের দাগগুলো
প্রতিদিন সেই মেয়েটা ভুলে যায় কিছু অর্থের বিনিময় ,বিনিময় খিদের তাগিদে।
.
মেয়েটা রাস্তায় দাঁড়িয়ে অনর্গল বলে যায় এমন সব কথা
যা শুনলে এই সমাজের প্রতিটা নারী লজ্জা পাবে ,লজ্জা পুরুষের ভেকধারী সমাজটাও।
তবু সেই মেয়েটার মতো বহু মেয়ে এই সমাজে আছে
আর সমাজের কাছে এরা ততদিন , যতদিন এদের শরীর আছে।
...
............ ঋষি
xxxxxxxxxxxxxxxxxxxxx----------xxxxxxxxxxxxxxxxxxxxxxxxxxx

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...