নষ্ট হওয়ার শব্দ
.......... ঋষি
=========================================================
আবার সেই নষ্ট হওয়ার শব্দ
আবার একটা যন্ত্রনা গুমরে উঠে গলার কাছে আটকে।
বলতে পারছি না এই মৃত্যু কোনো নারীর নয় ,এই মৃত্যু প্রত্যেকটি জাগতিক প্রাণের
এই মৃত্যু তোমার আমার ,সকলের।
খবরের কাগজের পাতায় অপরিচিত সেই নারী যাকে আমি চিনি না
অথচ সে আমাদের রোজকার জীবন যাত্রায় খুব পরিচিত।
একজন বছর একুশের যুবতী
যাকে পড়াশুনা ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করা হয়
কারণ গায়ে গতরে তার অনেক মাংস।
কন্যাদায় গ্রস্থ পিতা হাঁপ ছেড়ে বাঁচে ,নিয়মিত সমাজের মুখগুলো সব বন্ধ তখন
কিন্তু সেই মেয়েটাকে তার সাত পাঁকের পরিচয় ক্রমাগত করে চলে মানসিক ও শারীরিক অত্যাচার।
সেই মেয়েটাকে বিয়ের রাতে তার মদ্যপ স্বামী মিশিয়ে ফেলে স্যানি লিওনির সাথে
যে খুব তাড়াতাড়ি খুব গভীরে জানান দেয় মেয়েটা গর্ভবতী ছিল।
যাকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল তার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য
সেই মেয়েটাকে আজ গলায় দড়ি দিয়ে মরতে হলো।
একটা স্বপ্নের সুন্দর ফুল অসময়ে ঝরে পরে গেলো
কিন্তু প্রশ্ন কেন ?
উত্তর ছিল ,উত্তর আছে ,উত্তর থাকবে
প্রতিটা মৃত্যু যেখানে গভীরে দাগ রেখে যায় নষ্ট জীবনগুলোর।
প্রতিটা দুর্যোগ যেমন নিয়মিত বদলায় সুন্দর সকালে
ঠিক তেমনি এই নষ্টগুলো আমাদের কাছে শুধু কিছু প্রতিবাদ।
যার জন্ম আছে ,কিন্তু তারপর .......
আমার তোমার কি ? মেয়েটা তো আমাদের কেউ নয়।
.......... ঋষি
=========================================================
আবার সেই নষ্ট হওয়ার শব্দ
আবার একটা যন্ত্রনা গুমরে উঠে গলার কাছে আটকে।
বলতে পারছি না এই মৃত্যু কোনো নারীর নয় ,এই মৃত্যু প্রত্যেকটি জাগতিক প্রাণের
এই মৃত্যু তোমার আমার ,সকলের।
খবরের কাগজের পাতায় অপরিচিত সেই নারী যাকে আমি চিনি না
অথচ সে আমাদের রোজকার জীবন যাত্রায় খুব পরিচিত।
একজন বছর একুশের যুবতী
যাকে পড়াশুনা ছেড়ে বিয়ের পিঁড়িতে বসতে বাধ্য করা হয়
কারণ গায়ে গতরে তার অনেক মাংস।
কন্যাদায় গ্রস্থ পিতা হাঁপ ছেড়ে বাঁচে ,নিয়মিত সমাজের মুখগুলো সব বন্ধ তখন
কিন্তু সেই মেয়েটাকে তার সাত পাঁকের পরিচয় ক্রমাগত করে চলে মানসিক ও শারীরিক অত্যাচার।
সেই মেয়েটাকে বিয়ের রাতে তার মদ্যপ স্বামী মিশিয়ে ফেলে স্যানি লিওনির সাথে
যে খুব তাড়াতাড়ি খুব গভীরে জানান দেয় মেয়েটা গর্ভবতী ছিল।
যাকে ক্রমাগত চাপ দেওয়া হচ্ছিল তার বাপের বাড়ি থেকে টাকা আনার জন্য
সেই মেয়েটাকে আজ গলায় দড়ি দিয়ে মরতে হলো।
একটা স্বপ্নের সুন্দর ফুল অসময়ে ঝরে পরে গেলো
কিন্তু প্রশ্ন কেন ?
উত্তর ছিল ,উত্তর আছে ,উত্তর থাকবে
প্রতিটা মৃত্যু যেখানে গভীরে দাগ রেখে যায় নষ্ট জীবনগুলোর।
প্রতিটা দুর্যোগ যেমন নিয়মিত বদলায় সুন্দর সকালে
ঠিক তেমনি এই নষ্টগুলো আমাদের কাছে শুধু কিছু প্রতিবাদ।
যার জন্ম আছে ,কিন্তু তারপর .......
আমার তোমার কি ? মেয়েটা তো আমাদের কেউ নয়।
No comments:
Post a Comment