Monday, August 21, 2017

অচেনা বৃষ্টি

অচেনা বৃষ্টি
............ ঋষি
==========================================
আমি কবিতা করে লিখবো বলে
তোর ভয় করে জানি।
আমি যে অসময়ের বেড়ে ওঠা সেই আকাশের দুর্যোগ ,কালো মেঘ
নদী তটে বাড়তে থাকা বন্যার আশঙ্কা।
নির্বাসিত প্রেম
শুধু শুয়ে থাকে একলা বৃষ্টিতে ভিজে হারাবার ভয়।

অঝোরে ঝরতে থাকা ক্রমাগত বৃষ্টি
আজ যদি একলা হই আবার।
ভয়
ক্রমাগত নিজের সিলেবাসে হারানো পাসওয়ার্ড।
হারিয়ে যায় ,ধুয়ে যায় বৃষ্টির জলে মুছে গিয়ে নতুন জন্ম সবুজ পাতা
পুরোনো না হারালে নতুন জন্মাবে কি করে।
তবু ভয়
শুধু তাকে খুঁজে পাবো বলে।

জানলার শার্সি ঘেঁষে গড়িয়ে নামা  বৃষ্টির জল ,
রাতের অন্ধকারে নীল ডিম্ লাইটের অপেক্ষাগুলো গুমরে মরে।
শুন্য বিছানা হাতড়ে মোর নিজের অন্তরে
তবু ভয় ,যাকে কোনোদিন পাই নি তাকে হারাবার।
এমনি অচেনা বৃষ্টি
নির্বাসিত প্রেম একলা ভিজে যায় আমার কবিতায়।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...