Thursday, August 10, 2017

চার সময় চার কবি

চার সময় চার কবি
............ ঋষি
=============================================================
রবি ঠাকুর
.
এক গোছা সাদা দাঁড়ি ,কি রোমান্স না তোমার কল্পনায় আজ বারো থেকে বত্রিশ
আমার কোনো বাইশে শ্রাবন নেই,নেই কোনো ঠাকুর তকমা।
বৃষ্টি পরে না শ্রাবনে  ,হারিয়ে যায় না নোবেল
শুধু পঁচিশে বৈশাখের উত্তাপে আমি চলতে ভালোবাসি।
.
জীবানন্দ
.
বারংবার আওড়াতে হয় " চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা
মুখ তার শ্রাবস্তীর কারুকার্য; অতিদূর সমুদ্রের পর হাল ভেঙ্গে যে নাবিক হারায়েছে দিশা সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে"।
তারপর অজস্র সবুজ ,অজস্র জলফড়িংএর কষ্ট
সবুজ ঘাসের উপরে মিছিরির মতো চোখের জল
ভদ্রলোক অকালেই মরলো।
.
শ্রীজাত
.
উড়ন্ত সব জোকার থেকে বিন্তিকে লেখা চিঠি
ছবিগুলো সব শহর পুড়িয়ে ,সবুজে দেখা স্বপ্নের।
নিরন্তর বেঁচে থাকার লড়াইয়ে পিঠের স্কেলিটনে জেদি সত্যি
সে যেন তোমার মতো হোক।
ভদ্রলোক আর যাই হোক কলমে সময় পোড়ায়
আর সাদা কাগজের সত্যির বিন্দু।
.
তসলিমা
.
বব করে কাটা চুল ,সকলে বাইরেটাই দেখলো
কলমের আগুনে নপুংসক সভ্যতার নারীত্বের এক মহান দিশা লিখলো।
আকাশের ঘরে চিঠি ,প্রেম পোড়া গন্ধ ,দেশ ছাড়া কোনো কলমের বীজে
আজও  পুরুষের মৃত্যু ঘটে।
ভদ্রমহিলাকে সেলাম জানালেও ,একবার বলতেই হয়
সব পুরুষ সমান নয় ম্যাডাম



No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...