Friday, August 4, 2017

ছোট ছবি

ছোট ছবি
......... ঋষি
==============================================

.
দুজনেই চেয়েছি একা থাকতে
ভালোবাসতে।
তাইতো আনমনেও তুই আমার সাথে কথা বলিস
পড়িস আমাকে কবিতায়।
 ২
.
একটানা বন্ধ দরজায় খুঁজতে চাওয়া নিজেকে
দরজার ওপারে কি আছে তা জানা।
এমনকি চলন্তিকা জানা আমাদের
এই পথ শেষ হয়ে গেলে কি আছে অপেক্ষায়।
শুধু সময়টা কেন যে অসময় ?

.
প্রদীপখানি ধিক ধিক জ্বলছে
জ্বলবে চিরকাল ,পোড়াবে দাবানল হয়ে শহরের অধিকার।
চলন্তিকা এই প্রদীপের তেল ফুরোয় না
শুধু বাড়তে থাকা বায়ুতে কার্বনডাইঅক্সাইড।
ফুসফুসে আতংক
তবু জ্বলুক এই প্রদীপখানি।
.

তুমুল কোনো কাম আমাকে ছুঁয়ে থাকে
তোর কানের লতিতে ,তোর বুকের কালসিটেতে সময়ের কামড়ানো দাঁত।
তবু আমি ভাসতে থাকি ,শান্তিনিকেতনি বাউলের সুরে
" ওরে ছেড়ে দিলে সোনার গৌড়
ক্ষ্যাপা ছেড়ে দিলে সোনার গৌড়
আমরা আর পাব না, আর পাব না।
"তোমায় হৃদ মাঝারে রাখিবো ছেড়ে দেবো না"। 

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...