বাজিগর
............. ঋষি
================================================
এই কবিতা এমনভাবে লিখবো
যাতে বেঁচে ফেরা যায়।
এই কলমের নিবে আটকে থাকা দীর্ঘশ্বাসদের আর মৃত্যু নয়
এই বার জীবন বলে জানবো।
নিজেকে ধমক দিয়ে আটকে রাখবো জানার পরও
যে তুই ভালো নেই।
এটা স্বাভাবিক
আর সেই আমি তোর আসার খবরে স্বপ্ন দেখবো
একটা নিশ্চিন্ত উদযাপনের।
এই জীবন এমন ভাবে চলবো ,যেন বেঁচে আছি
এই জীবন এমন ভাবে দেখবো ,যেন ভালো আছি।
এই জীবন এমন ভাবে রাঙাবো,যেন হোলি খেলছি
এই জীবন এমন ভাবে হাসবো ,যেন কাঁদিনি কোনোদিন।
এই জীবন এমন করে তোর ঠিকানায় ,যেন একা আছি
এই জীবন এমন করে তোর স্পর্শে ,যেন ভালো আছি।
যেন এই কবিতা কোনো স্মৃতিচিহ্ন নয়
শুধু সারি দেওয়া কষ্টের অজস্র জলছবি।
কিন্তু আর যাই হোক না কেন সির্ফ জিতনে বালোকো বাজিগর নহি কেহতে
উহাদের কোহনো সখনো কবিও বলা হয়।
............. ঋষি
================================================
এই কবিতা এমনভাবে লিখবো
যাতে বেঁচে ফেরা যায়।
এই কলমের নিবে আটকে থাকা দীর্ঘশ্বাসদের আর মৃত্যু নয়
এই বার জীবন বলে জানবো।
নিজেকে ধমক দিয়ে আটকে রাখবো জানার পরও
যে তুই ভালো নেই।
এটা স্বাভাবিক
আর সেই আমি তোর আসার খবরে স্বপ্ন দেখবো
একটা নিশ্চিন্ত উদযাপনের।
এই জীবন এমন ভাবে চলবো ,যেন বেঁচে আছি
এই জীবন এমন ভাবে দেখবো ,যেন ভালো আছি।
এই জীবন এমন ভাবে রাঙাবো,যেন হোলি খেলছি
এই জীবন এমন ভাবে হাসবো ,যেন কাঁদিনি কোনোদিন।
এই জীবন এমন করে তোর ঠিকানায় ,যেন একা আছি
এই জীবন এমন করে তোর স্পর্শে ,যেন ভালো আছি।
যেন এই কবিতা কোনো স্মৃতিচিহ্ন নয়
শুধু সারি দেওয়া কষ্টের অজস্র জলছবি।
কিন্তু আর যাই হোক না কেন সির্ফ জিতনে বালোকো বাজিগর নহি কেহতে
উহাদের কোহনো সখনো কবিও বলা হয়।
No comments:
Post a Comment