Friday, August 4, 2017

অদ্ভুত বাঁচা

অদ্ভুত বাঁচা
............. ঋষি
===========================================
সেদিন জ্যোৎস্না রাত
ছায়াভাঙ্গা শহরের রাস্তায় এগিয়ে চলেছিল সময়ের জীব।
অবশ্যই এক নারী ,এক পুরুষ
ইতিহাস সাক্ষী জ্যোৎস্না সর্বদা প্রেমে উন্মুখ সময়ের দাবানল।
সময় বলছে শরীর কিন্তু তারা কথা রাখেনি
শহরের দুকোনে আজ তাদের আলাদা আস্তানা নিজেদের শহর।

তারপর নিয়ম মাফিক
জ্যোৎস্না এসে ভিজিয়ে গেছে শহরের পথ।
 সবুজ আলোর অন্তরালে খসে পড়েছে দেহমুগ্ধ স্মৃতিপ্রহর
ঘন ঘন নিঃশ্বাসের দাবিতে বাঁচাগুলো দূরে সরে গেছে।
তবু তারা আছে বেঁচে
ছায়াশরীর।
নকশা জরির ছায়া ভঙ্গির সঙ্গে জড়াজড়ি করে বিহঙ্গ
ঈশ্বর যেখানে অর্ধনারীশ্বর হয়ে প্রেমের সাক্ষী।
তবু তারা আছে বেঁচে
শহরের দুকোনে আজ তাদের আলাদা আস্তানা নিজেদের শহর।
কিন্তু সেই শহরে নিঃশ্বাস নেই
শুধু অদ্ভুত বেঁচে থাকা।

সেদিন জ্যোৎস্না রাত
মন প্রতিমার গুপ্ত সুড়ঙ্গে বয়ে চলে এসেছিল ভালোবাসার জল।
অবশ্যই এক নারী ,এক পুরুষ
ইতিহাস সাক্ষী ভালোবেসে দূরে সরে থাকাটা একটা যন্ত্রণার।
সময় বলছে আগুন কিন্তু তারা কথা রাখে নি
শহরের দুকোনে দুটো মৃত শরীর শুধু তাদের প্রেম বাঁচিয়ে রেখেছে।  

No comments:

Post a Comment

দুটো মানুষ

কথা ছিল, এমন এক সময়ের জন্য বাঁচবো যেখানে জীবনের উপস্থিতি জন্মাবার গল্প লিখবে যেখানে শেষ সূর্যের পর শুধু দুটো মানুষ বাঁচবে  আর বাঁচবে সম্পর্ক...