Monday, August 28, 2017

সোনালী কাব্য

সোনালী কাব্য
........... ঋষি
===========================================
সময়ে শুয়ে থাকা প্যাপিরাসের পাতা
পিরামিড ঘুমিয়ে আছে আজ অনেকদিন সোনালী বালির দেশে।
কিন্তু তোর বুকের পিরামিডের তৃষ্ণা ছুঁয়ে কালো নদী
ঘুম ভাঙা চোখে বুকের ওপর স্বপ্ন।
মেঘ ভাঙে যদি
আর তারপর বৃষ্টি ?

যতদূর ইতিহাস জানি সময় কখনো অপেক্ষায় ছিল না কারোর
আকাশের সরতে থাকা মেঘ ক্রমশ নিরালায় আকাশ
একলা দাঁড়িয়ে।
আমার মতো পৃথিবী চেনার লোভ চলন্তিকা
আমি সোনালী বালির স্বপ্ন দেখি।
পুড়তে ভালোবাসি নিজেকে নিজের ভিতর
পোড়া ছাই ,পোড়া মন যদি একলা থাকে থাকুক ,
কিন্তু তুই বদলাস না।
বদলানো সময়ের দস্তানায় বাড়িয়ে  দিস না মৃত্যু
এটা সোনালী কাব্য
কিন্তু মৃত্যুর দেশ নয়।

সময়ের শুয়ে থাকা পিরামিডের উচ্চতা
তোর বুকের পিরামিড চুমু খেয়ে উচ্ছল বালিরাশি।
অসময়ে ঝড় ওঠে
হাওয়ায় ভাসতে থাকা বালি রাশি,বালির ঢেউ।
শুধু সময় বদলায়
কিন্তু বৃষ্টি সে যে অধরা।

No comments:

Post a Comment

Bhalobasar manush

ভালোবাসার মানুষটা থেকে দূরে থাকাই ভালো  দূর থেকে তাকে ভালোবাসাই ভালো  বেশি কাছে এলে ভালোবাসা সিগারেটের মতো ফুরিয়ে যায়  এক সময় প...